ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলে ভূমিধসে নিহত বেড়ে ৯৪, নিখোঁজ ৩৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
ব্রাজিলে ভূমিধসে নিহত বেড়ে ৯৪, নিখোঁজ ৩৫

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের পেট্রোপলিস শহরে টানা বর্ষণ ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৯৪ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দুর্যোগে শহরটিতে অনেকে নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা।

এর আগে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এই পর্যটন শহরে তিন ঘণ্টায় প্রায় এক মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়। এতে সড়কগুলো পরিণত হয় নদীতে। রাস্তায় থাকা গাড়িগুলো পানিতে ভাসতে দেখা যায়। বিধ্বস্ত হয় ঘরবাড়ি।

এমন পরিস্থিতিতে শহরের মেয়র জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

ব্রাজিলের সিভিল ডিফেন্স সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছে, এখন পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, প্রাণহানি হয়েছে ৯৪ জনের। নিখোঁজদের তালিকায় ৩৫ জনের নাম নিবন্ধন করা হয়েছে। প্রায় ৩০০ মানুষকে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

অপরদিকে কাদা এবং ধসে যাওয়া ঘরবাড়ির নিচ থেকে আটকে পড়াদের উদ্ধার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। আটকের পড়াদের অনেকেই দারিদ্র্যপীড়িত বস্তির বাসিন্দা।

গত তিন মাসের মধ্যে ব্রাজিলে ধারাবাহিক প্রাণঘাতী ঝড়-বৃষ্টির সর্বশেষ ঘটনা এটি। জলবায়ু পরিবর্তনই এজন্য দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২০১১ সালে পেট্রোপলিস ও কাছের শহরগুলোতে ভূমিধসে ৯০০–এরও বেশি মানুষের প্রাণহানি হয়।

পেট্রোপলিস একসময় দেশটির ক্ষমতাধর ব্যক্তিদের গ্রীষ্মকালীন বাসস্থান ছিল।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।