ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জেলেনস্কি হত্যামিশনে পুতিন বাহিনী, হুকুমের অপেক্ষা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, মার্চ ১, ২০২২
জেলেনস্কি হত্যামিশনে পুতিন বাহিনী, হুকুমের অপেক্ষা!

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে উত্তেজনা বিশ্বজুড়ে। এর মধ্যে জানা গেল, কয়েকদিনের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত মিলিশিয়া বাহিনী এই কাজ করতে পারে বলে সোমবার (২৮ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর এক প্রতিবেদনে জানিয়েছে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, ওই বাহিনীটি ওয়াগনার গ্রুপ নামে পরিচিত। এতে রাশিয়া, ইউক্রেন, বেলারুশ ও সার্বিয়ার প্রাক্তন এবং বর্তমান সেনারা রয়েছেন। তারা কমপক্ষে এক মাস ধরে ইউক্রেনের মাটিতে অবস্থান করছেন।

ধারণা করা হচ্ছে, প্রায় ৪০০ ভাড়াটে সেনা নিয়ে বাহিনীটি গঠিত। তাদের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, ধর্ষণ এবং কথিত যুদ্ধাপরাধের সঙ্গে জড়ানোর অভিযোগ রয়েছে। বলা হচ্ছে, তাদের কাছে প্রেসিডেন্ট জেলেনস্কিসহ ২৩ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির তালিকা রয়েছে।

দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কি ও তার সরকারকে নিশ্চিহ্ন করে দিতে এসব সেনারা মস্কোর কাছ থেকে একটি সংকেতের অপেক্ষায় রয়েছে। হত্যার জন্য তাদের মোটা অংকের বোনাস এবং নিরাপদে ফেরার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে মস্কো বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করেছে।

এর আগে রুশ আগ্রাসনের মুখে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি জানান, রাশিয়ার বিশেষ বাহিনীর তালিকায় তিনি এক নম্বরে রয়েছেন। তাকে যেকোনো সময় হত্যা করা হতে পারে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।