ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধের একমাত্র উপায় জানালেন জেলেনস্কি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
যুদ্ধ বন্ধের একমাত্র উপায় জানালেন জেলেনস্কি!

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ বন্ধ করার একমাত্র উপায় আমার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি আলোচনা।

বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা, সংবাদ সম্মেলনে জেলেনস্কি আরও বলেন, আমার সঙ্গে বসুন, তবে ফ্রান্সের তরুণ প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর মতো ৩০ মিটার দূরে নয়।

পশ্চিমা দেশগুলোর প্রতি যুদ্ধবিমান পাঠানোরও আহ্বান জানিয়ে জেলেনস্কি আরও বলেন, আপনাদের যদি আকাশ বন্ধ করার ক্ষমতা না থাকে, তাহলে আমাকে বিমান দিন।

তিনি বলেন, যদি আমরা না থাকি, তাহলে ঈশ্বর না করুন – এরপর এস্তোনিয়া, লাটভিয়া ও এস্তোনিয়ার পালা আসবে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক অভিযানের পঞ্চম দিনে যুদ্ধবিরতির লক্ষ্যে শান্তি আলোচনায় বসে দুই দেশের প্রতিনিধিদল। ইউক্রেন-বেলারুশ সীমান্তে বেলারুশের গোমেল এলাকায় ওই বৈঠক হয়। প্রথম দফার ওই বৈঠকে কোনো বোঝাপড়া হয়নি।

প্রসঙ্গত, রুশ বাহিনীর আগ্রাসন ঠেকাতে বৃহস্পতিবার (৩ মার্চ) অষ্টম দিনের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন সেনারা। এই যুদ্ধে এরই মধ্যে ১০ লাখের বেশি মানুষ দেশটি ছেড়ে পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে।  

বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।