ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় কি মার্শাল ল জারি হচ্ছে? 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
রাশিয়ায় কি মার্শাল ল জারি হচ্ছে? 

ইউক্রেন সামরিক আগ্রাসনের মধ্যে নিজ দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সামরিক আইন বা মার্শাল ল জারি করতে পারে রাশিয়া—এমন গুঞ্জন উঠেছিল। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তা অস্বীকার করেন।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ আগ্রাসনের দশম দিন শনিবার (৫ মার্চ) অ্যারোফ্লটে কর্মরত ফ্লাইট অ্যাটেনডেন্টদের সঙ্গে এক বৈঠকে পুতিন এ কথা জানান।

ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়ায় সামরিক আইন জারি করার কোনো পরিকল্পনা তার নেই। বহিঃশত্রু আক্রমণ করছে—এমন ক্ষেত্রে সামরিক আইন জারি করা হয়। এ ধরনের পরিস্থিতি এখন রাশিয়ায় নেই।  

তিনি বলেন, গুরুতর অভ্যন্তরীণ হুমকি বা বিপর্যয় ঠেকাতে রাশিয়াজুড়ে জরুরি অবস্থা জারি করার অনুমতি রয়েছে রুশ আইনে। কিন্তু সেই পরিস্থিতি এখন নেই।    

ইউক্রেনে সামরিক আগ্রাসনের বিরুদ্ধে রাশিয়ায় একাধিক বিক্ষোভ হয়েছে। যুদ্ধবিরোধী এই বিক্ষোভ থেকে অনেককে গ্রেফতার করেছে পুলিশ।  

এমন পরিস্থিতিতে দেশের ভেতরে প্রতিরোধ নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট পুতিন রাশিয়ায় সামরিক অবস্থা জারি করতে পারেন, বিদেশি গোয়েন্দা সংস্থার তথ্যের বরাত দিয়ে এমন দাবি করেছিলেন ইউক্রেনের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা।  

এদিকে, ইউক্রেনের আকাশে কোনো দেশ ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করলে সেটাকে চলমান যুদ্ধে অংশগ্রহণ হিসেবে মনে করবেন বলে হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  

প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘এ বিষয়ে যেকোনো পদক্ষেপ আমরা সেই দেশের সশস্ত্র সংঘাতে অংশগ্রহণ হিসেবে বিবেচনা করব’।  

প্রসঙ্গত, ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি সামরিক আগ্রাসন শুরু করে রুশ সেনারা। রাশিয়ার আগ্রাসন ঠেকাতে শনিবার (৫ মার্চ) দশম দিনের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, যুদ্ধের দশম দিনে এরই মধ্যে ইউক্রেন ছেড়ে পালিয়ে গেছে প্রায় ১২ লাখ মানুষ।  

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।