ঢাকা, শুক্রবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩১ মে ২০২৪, ২২ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

সীমান্ত থেকে ২৮৬ ইউক্রেনীয়কে ফিরিয়ে দিলো ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, মার্চ ৮, ২০২২
সীমান্ত থেকে ২৮৬ ইউক্রেনীয়কে ফিরিয়ে দিলো ব্রিটেন ছবি: বিবিসি

ফ্রান্সের ক্যালে থেকে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টার সময় ২৮৬ জন ইউক্রেনীয়কে ফিরিয়ে দিয়েছে ব্রিটেন।

মঙ্গলবার (০৮ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য থেকে যত ভিসা ইস্যু করা হয়েছে, সেই সংখ্যাও প্রায় সমান।

ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর থেকে অনেক শরণার্থী ফ্রান্সের ক্যালে বন্দর দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করে। প্রায় ৫৮৯ জন ইউক্রেনীয় এই সীমান্তে গিয়েছেন বলে জানা গেছে। আর তাদের মধ্যে ২৮৬ জনকে ঢুকতে দেয়নি ব্রিটেন।

এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ব্রিটেন খুবই ‘আন্তরিক দেশ’। তবে তারা দেশটিতে শরণার্থী প্রবেশের ক্ষেত্রে যাচাই করে দেখতে চায়।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। হামলা শুরুর পর এক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের বহু শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।

সামরিক অবকাঠামোর বাইরে রাশিয়ার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আবাসিক ভবন, স্কুল ও হাসপাতাল। ধ্বংস হয়ে গেছে সামরিক-বেসামরিক বহু অবকাঠামো।

মঙ্গলবার যুদ্ধের ১৩তম দিনে ইউক্রেনের শহরগুলোতে ভারী গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রাশিয়ার সেনারা।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।