ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চেলসির মালিক আব্রামোভিচের সম্পত্তি জব্দ করলো যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
চেলসির মালিক আব্রামোভিচের সম্পত্তি জব্দ করলো যুক্তরাজ্য

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির রুশ মালিক রোমান আব্রামোভিচের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য সরকার। চেলসির মালিকসহ সাত রুশ অলিগার্কের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্য।

অনলাইনে পোস্ট করা যুক্তরাজ্যের কোষাগারের এক নথিতে বলা হয়েছে, আব্রামোভিচ একজন ‘ক্রেমলিনপন্থী অলিগার্ক’, যার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। খবর বিবিসির।

পুতিন অথবা ক্রেমলিনের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক থাকার অভিযোগ এর আগে অস্বীকার করেছিলেন রোমান আব্রামোভিচ।

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর চেলসি বিক্রি করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন আব্রামোভিচ। যুক্তরাজ্য সরকারের নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের ঘোষণার পর ফুটবল ক্লাবটি আপাতত বিক্রি করতে পারছেন না তিনি।

ক্লাব কর্তৃপক্ষও বর্তমানে আর কোনো খেলার টিকিট বিক্রি করতে পারবে না। তবে যেসব দর্শক আগে থেকে পুরো সিজনের টিকিট কিনেছেন তারা মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন।

বিশেষ ব্যবস্থায় ক্লাবের সবগুলো ম্যাচ আয়োজন ও কর্মকর্তাদের বেতন দেওয়া হবে বলে ব্রিটিশ সরকার জানিয়েছে।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।