ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে শরণার্থী ২৫ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
ইউক্রেন যুদ্ধে শরণার্থী ২৫ লাখ ছাড়াল ফাইল ছবি।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের তৃতীয় সপ্তাহ চলছে। আর এর মধ্যেই ইউক্রেন থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া শরণার্থীর সংখ্যা ২৫ লাখ ছাড়িয়ে গেছে।

শুক্রবার (১১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনের প্রধান ফিলিপ্পো গ্রান্ডি জানিয়েছেন, যুদ্ধের দামায় ইউক্রেন থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া শরণার্থীর সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে। এছাড়াও ইউক্রেনের ভেতরে আরো ২০  লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি।

গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সেখানে একের পর এক স্থাপনা হামলা চালিয়ে ধ্বংস করা হচ্ছে। বহু মানুষ হতাহত হচ্ছে।

এর আগে দেশটি ছেড়ে অন্তত ২০ লাখ মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছিল জাতিসংঘ।  

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ