ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে জেলেনস্কির বৈঠকের সিদ্ধান্ত আজ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
পুতিনের সঙ্গে জেলেনস্কির বৈঠকের সিদ্ধান্ত আজ!

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া।  এরই মধ্যে অস্ত্রবিরতি নিয়ে তিনবার বৈঠকের বসেছেন ইউক্রেন ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা।

সোমবার (১৪ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ বৈঠক। তবে এই পর্বের বৈঠক অনুষ্ঠিত হবে ভার্চ্যুয়ালি। খবর: আল জাজিরা

বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্টের বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এমনটাই আশা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি বলেছেন, প্রতিদিনই আমাদের প্রতিনিধিরা রুশ প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলছেন। তাদের মূল কাজ হল পুতিনের সঙ্গে একটি বৈঠকের ব্যবস্থা করা।

প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে সোমবার ১৯তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ১৮ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রাশিয়ান বাহিনী।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।