ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার ১৭ নাগরিকের ওপর জাপানের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
রাশিয়ার ১৭ নাগরিকের ওপর জাপানের নিষেধাজ্ঞা ভিক্টর ভেকসেলবার্গ

জাপান ১৭ জন রুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ইউক্রেনে রাশিয়ার হামলাকে কেন্দ্র করেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় আনা এসব রুশ নাগরিকের সম্পদ জব্দ করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়। খবর: ইউএস নিউজ

জানা গেছে, রাশিয়ার পার্লামেন্টের নিম্ন কক্ষ স্টেট দুমার ১১ সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনা হয়েছে। এছাড়া ইউরি কোভালচুক নামের এক ব্যাংকার এবং রুশ ধনকুবের ভিক্টর ভেকসেলবার্গের পাঁচ স্বজনও নিষেধাজ্ঞার কবলে পড়েছেন।

এ বিষয়ে জাপানের অর্থ মন্ত্রণালয় জানায়, এ পর্যন্ত রাশিয়ার ৬১ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন রাশিয়ার ধনীরা। দেশটির ওপর পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞার ফলেই বিপুল পরিমাণ অর্থ হারাচ্ছেন তারা। ধারণা করা হচ্ছে, এ ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

ইউক্রেনে রাশিয়ার হামলার পরই অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দেয়। ইতোমধ্যে রাশিয়ার ২০ ধনকুবেরের সম্পদের প্রায় এক তৃতীয়াংশ কমে গেছে (ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী)।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।