ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে ভূমিকম্পে ২ জনের মৃত্যু, আহত ৯০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
জাপানে ভূমিকম্পে ২ জনের মৃত্যু, আহত ৯০ ছবি: সংগৃহীত

জাপানে শক্তিশালী ভূমিকম্পে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পে মিয়াগি এবং ফুকুশিমাসহ সাতটি জায়গায় মোট ৯০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি

ভূমিকম্পের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ। প্রায় ২০ লাখ পরিবারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া শিরোইশিতে লাইনচ্যুত হয়ে যায় একটি বুলেট ট্রেন।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৬০ কি.মি গভীরতায়। মিয়াগি এবং ফুকুশিমার উপকূলীয় এলাকায় ১ মিটার পর্যন্ত সুনামির সতর্কতা জারি করা হয়েছে। বাসিন্দাদের উপকূল থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে।

প্রসঙ্গত, ১১ বছর আগে ওই অঞ্চলে ৯.০ মাত্রার একটি মারাত্মক ভূমিকম্পের আঘাতে সৃষ্ট সুনামির কারণে সেখানকার পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।