ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেন ছেড়ে কোথায় পালাল ৩৫ লাখ মানুষ? 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
ইউক্রেন ছেড়ে কোথায় পালাল ৩৫ লাখ মানুষ? 

ইউক্রেনে রুশ হামলার পর প্রাণে বাঁচতে পাশের দেশগুলোতে অন্তত ৩৫ লাখ মানুষ পালিয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) যুদ্ধের ২৭তম দিনে এ তথ্য দিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে শরণার্থী সংকট এবারই সবচেয়ে প্রকট।  

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন ছেড়ে পাশের দেশগুলোতে ওই ৩৫ লাখ মানুষ চলে গেছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ গেছে পোল্যান্ডে। সেখান থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্য দেশে। সবচেয়ে কম শরণার্থী গেছে বেলারুশে।  

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন ছেড়ে পাশের দেশ পোল্যান্ডে গেছে ২১ লাখ ১৩ হাজার ৫৫৪ জন, স্লোভাকিয়ায় ২ লাখ ৫৩ হাজার ৫৯২ জন, হাঙ্গেরিতে ৩ লাখ ১৭ হাজার ৮৬৩ জন, মলদোভায় ৩ লাখ ৬৭ হাজার ৯১৩ জন, রোমানিয়ায় ৫ লাখ ৪৩ হাজার ৩০৮ জন, রাশিয়ায় ২ লাখ ৫২ হাজার ও বেলারুশে ৪ হাজার ৩০৮ জন।  

জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম ধারণা করছে, চলমান যুদ্ধে ইউক্রেনে বাস্তুচ্যুত হয়েছে অন্তত ৬৫ লাখ মানুষ।  

প্রসঙ্গত, ইউক্রেনে রুশ সেনারা সামরিক অভিযান শুরু করে গত ২৪ ফেব্রুয়ারি। রুশ হামলায় ইউক্রেন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।