ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ হামলা, খাদ্যের অভাবে মৃত্যুঝুঁকিতে হাজার হাজার গরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
ইউক্রেনে রুশ হামলা, খাদ্যের অভাবে মৃত্যুঝুঁকিতে হাজার হাজার গরু ফাইল ফটো

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ব্যাহত হয়েছে ভুট্টা ও গম আমদানি। এ কারণে ইতালিতে হাজার হাজার গরু মেরে ফেলতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

জানা গেছে, ইতালির অসংখ্য খামারে দুধ উৎপাদনের লক্ষ্যে বিপুল সংখ্যক গরু পালন করা হয়। তাই গো-খাদ্যের চাহিদাও বিপুল। কিন্তু এ মুহূর্তে ইতালিতে যে পরিমাণ গো-খাদ্য আছে তা আগামী ২৫-৩০ দিনের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

ইতালিতে গো-খাদ্য হিসেবে গম ও ভুট্টা বেশ জনপ্রিয়। খামারগুলোর জন্য প্রতি মাসে ৯০ লাখ টন ভুট্টা প্রয়োজন হয়। যদিও সেখানে উৎপাদিত হয় ৬০ লাখ টন ভুট্টা। ফলে বাকিটা আমদানি করতে হয়। আর যেসব দেশ থেকে এই খাদ্যশস্য আমদানি করে ইতালি, তার সিংহভাগই আসে পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন থেকে।

তবে চার সপ্তাহ ধরে ইউক্রেনে যুদ্ধ চলায় এখন আর গো-খাদ্য আমদানি করা যাচ্ছে না। ফলে খামারগুলোতে খাদ্যশস্যের অভাব দেখা দিয়েছে।

যুদ্ধ চলতে থাকলে এবং তার জেরে ভুট্টা আমদানি না করতে পারলে তীব্র গো-খাদ্য সংকটে পড়বে ইতালির খামারগুলো। জানা গেছে, এই সংকট মেটাতে হলে আরো তিন লাখ হেক্টর জমিতে ভুট্টা চাষ করতে হবে, যা করা রাতারাতি সম্ভব হচ্ছে না।

তাই পশুখামার কর্তৃপক্ষের সিদ্ধান্ত, যদি খাদ্যসংকট চলতে থাকে সেক্ষেত্রে না চাইলেও তাদের খামারে অপুষ্টিতে ভোগা রুগ্ন গরুগুলো মেরে ফেলতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।