ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

মারিওপোলে ‘বড় সাফল্য’ দেখছেন চেচেন যোদ্ধারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৩, মার্চ ২৫, ২০২২
মারিওপোলে ‘বড় সাফল্য’ দেখছেন চেচেন যোদ্ধারা চেচেন নেতা রমজান কাদিরভ

ইউক্রেনে রুশ অভিযানের শুরুর পর থেকেই চেচেনযোদ্ধারা রাশিয়ার হয়ে লড়ছে। এরইমধ্যে যুদ্ধের এক মাস পূর্ণ হলো।

পশ্চিমারা বলছে, রুশ সেনারা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়নি, ঠিক এমন সময় বড় সাফল্যের দাবি করেছে চেচেন যোদ্ধারা। তবে তাদের দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা

চেচেন নেতা রমজান কাদিরভ বলেছেন, ইউক্রেনের বন্দর নগরী মারিওপোলের সিটি হলের নিয়ন্ত্রণ নিয়েছে চেচেন যোদ্ধারা এবং সেখানে তারা রাশিয়ার পতাকা উড়িয়ে দিয়েছে।

আরেকটি ভিডিওতে তিনি বলেছেন, মস্কোর বাহিনী শহরের পূর্ব অংশের আবাসিক এলাকাগুলোকে শত্রুমুক্ত করেছে।

ওই ভিডিওতে দেখা গেছে, একটি বিধ্বস্ত ভবনের সামনে এক দল চেচেন সেনা কাদিরভের ছবি লাগানো পতাকা তুলে ধরছে।

এর আগে, কাদিরভ এক সাক্ষাৎকারে বলেছিলেন, রাশিয়ার জন্য প্রাণ দিতেও আমার আপত্তি নেই।

প্রসঙ্গত, রাশিয়ার চেচনিয়া অঞ্চলে এককভাবে আধিপত্য বিস্তার করেন রমজান কাদিরভ। তিনি পুতিনের ঘনিষ্ট মিত্র হিসেবে পরিচিত। এক সময় চেচেনদের সঙ্গে রুশ সেনাদের যুদ্ধ চললেও এখন রাশিয়ার হয়েই কাদিরভের নেতৃত্বে লড়ছে তারা।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ