ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় ৪ জন নিহত ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় চার জনের মৃত্যু হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (২৩ এপ্রিল) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন

এর আগে, শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ডিসি মেট্রোপলিটন পুলিশ বিভাগের প্রধান।

জানা গেছে, শুক্রবার অজ্ঞাত এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে এক কিশোরীসহ চারজন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে সবাই মারা যান।

পুলিশ জানান, ধারণা করা হচ্ছে এ হামলায় সন্দেহভাজন ব্যক্তি যে অ্যাপার্টমেন্টে ছিলেন, সেখানে পুলিশ সদস্যরা প্রবেশের সময় তিনি আত্মহত্যা করেছেন।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, সন্দেহভাজন ওই ব্যক্তির নাম র‌্যামন্ড স্পেনসার এবং তার বয়স ২৩ বছর। হামলাকারীর উদ্দেশ্য ছিল সম্প্রদায়ের লোকদের ওপর হামলার ঘটনা ঘটানো। বিষয়টি নিয়ে তদন্ত এখনো চলছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে দিন দিন বন্দুক হামলাসহ সহিংস ঘটনা বেড়েই চলেছে। গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার একটি ব্যস্ত শপিং মলে বন্দুক হামলায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।