ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার রকেট হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
ইউক্রেনে রাশিয়ার রকেট হামলায় নিহত ৫

ঢাকা: ইউক্রেনের ভিনিৎসিয়া অঞ্চলের দুটি শহরে রকেট হামলা করেছে রাশিয়া। এতে পাঁচজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।

সোমবার (২৫ এপ্রিল) ইউক্রেনের আঞ্চলিক প্রসিকিউটর অফিস এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় আঞ্চলিক গভর্নর বোরজভ বলেন, রকেটগুলো ঝমেরিঙ্কা এবং কোজ্যাতিন শহরের নিকটবর্তী গুরুত্বপূর্ণ দুটি পরিবহন স্টেশনে আঘাত করেছে।

রাষ্ট্র-চালিত রেল কোম্পানির প্রধানের বরাত দিয়ে রয়টার্স জানায়, সোমবার সকালে এক ঘণ্টার ব্যবধানে পশ্চিম ও মধ্য ইউক্রেনে পাঁচটি রেলস্টেশনে হামলা করে রাশিয়া। হতাহতের সংখ্যা যাচাই করা হচ্ছে।

এদিকে বোরজভের মন্তব্যে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া।

বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
এইচএমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।