ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

পার্কিনসন্স রোগে আক্রান্ত পুতিন!

আন্তর্জাতিক ডেস্ক: | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৮, এপ্রিল ২৯, ২০২২
পার্কিনসন্স রোগে আক্রান্ত পুতিন!

সম্প্রতি ইন্টারনেটে রুশ প্রেসিডেন্ট ভাম্লিদির পুতিনের একটি ভিডিও ভাইরাল হয়েছে পশ্চিমাবিশ্বে, যেখানে অসুস্থ দেখায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিকে। আর এই নিয়ে শোরগোল পড়েছে- পুতিনের কি তবে পার্কিনসন্স রোগ হলো?

গত ২৫ এপ্রিল ভাইরাল হওয়া ওই ভিডিওয়ে দেখা যায়, বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর জন্য দাঁড়িয়ে আছেন পুতিন।

তাঁকে দেখেই একটু করে এগিয়ে যাচ্ছিলেন তিনি। আর তখন তার হাত ও পা কাঁপছিল বলে মনে হয়। আর তাকেই পার্কিনসন্স রোগ বলে প্রচার করে দিয়েছে পশ্চিমা বিশ্ব।

সম্প্রতি আরেকটি ঘটনা ঘটেছিল একটি ফটো নিয়ে। যাতে পুতিনকে দেখা যায় একটি চেয়ারে বসে আছেন আড়াআড়িভাবে। মনে হচ্ছে আঁকড়ে ধরে আছেন সামনের টেবিলটি। সেই ছবি নিয়েও তিনি রোগাকান্ত হয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে।

পার্কিনসন্স: এটি এমন একটি স্নায়ুবিক রোগ, যা হলো ক্রমেই কোনো ব্যক্তি স্নায়বিক কার্যকলাপ, নড়াচড়ার উপর নিয়ন্ত্রণ হারাতে থাকেন। ওষুধের মাধ্যমে কিছুটা ভাল থাকা গেলেও এই রোগ নিরাময় হয় না।

বাংলাদেশ সময়: ১১০৫ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
ইইউডি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ