ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আমিরাতে চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, মে ১, ২০২২
আমিরাতে চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামীকাল সোমবার (২ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, জ্যোতির্বিদ্যার চিত্রের কৌশল ব্যবহার করে ক্ষীণ চাঁদ দেখা গেছে। তবে ধুলোময় আবহাওয়ার কারণে খালি চোখে চাঁদ দেখা যায়নি।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের অ্যাস্ট্রোনমিক্যাল সিল অবজারভেটরি থেকে বিকেল ৩টা ১০ মিনিটে চাঁদ দেখা যায়।

সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি মাগরিবের নামাজের পর বৈঠকে বসে  সিদ্ধান্ত নিলে দেশটিতে ঈদ উদযাপনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

সরকারি প্রতিষ্ঠানগুলোর চাকরিজীবীরা আগামী ৬ মে পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে ঈদের ছুটি কাটাবেন। দেশটির স্কুলগুলিতে ঈদের দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীরা নয় দিনের ছুটি উপভোগ করবে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মে ০১, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।