ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার কাছ থেকে গ্যাস কেনা বন্ধ করবে ইতালি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, মে ৩, ২০২২
রাশিয়ার কাছ থেকে গ্যাস কেনা বন্ধ করবে ইতালি

চলমান ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে নৈতিক কারণে রাশিয়ার কাছ থেকে গ্যাস কেনা বন্ধ করতে চাইছে ইতালি। দেশটির ইকোলজিক্যাল ট্রানজিশন বিষয়ক মন্ত্রী রবার্তো সিঙ্গোলানি এ কথা বলেছেন।

ইতালির লা স্ট্যাম্পা সংবাদপত্রকে তিনি বলেছেন, আমি মনে করি, আমাদের নৈতিক কারণে শিগগিরই রাশিয়ার কাছ থেকে গ্যাস কেনা বন্ধ করতে হবে।

সম্প্রতি জ্বালানি চুক্তির জন্য সিঙ্গোলানি অ্যাঙ্গোলা ও কঙ্গো প্রজাতন্ত্রে দুই দিনের সফর করে ফিরেছেন। রাশিয়ার ওপর জ্বালানির নির্ভরতা কমাতে উদ্যোগ নিচ্ছে দেশটি। ইতালি কেবল রাশিয়ার কাছ থেকেই নিজেদের প্রায় ৪৫ শতাংশ আমদানি করে।

২০২৪ সালের মাঝামাঝিতে গিয়ে রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি বন্ধের পরিকল্পনা করছে দেশটি। রবার্তো সিঙ্গোলানি বলেছেন, ২০২৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যে রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা কমানোর জন্য কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের মধ্যেই ইতালির স্বায়ত্তশাসিত হওয়া উচিত। আমরা রাশিয়ার গ্যাস আমদানি না করলেই পারি।

ইতালি বর্তমানে গ্যাস থেকে জ্বালানির ৪২ শতাংশ পূরণ করে। এর মধ্যে ৯৫ শতাংশ গ্যাসই আমদানি করা হয়।

সূত্র: দ্য কোল

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মে ০৩, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।