ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

আমি যদি রহস্যজনকভাবে মারা যাই...: ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, মে ৯, ২০২২
আমি যদি রহস্যজনকভাবে মারা যাই...: ইলন মাস্ক ইলন মাস্ক

টুইটারের বর্তমান মালিক ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের টুইট ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে। এবার নিজের মৃত্যুর বিষয়ে রহস্যজনক তথ্য দিলেন তিনি।

টুইটে তিনি লিখেছেন, ‘আমি যদি রহস্যজনকভাবে মারা যাই, জেনে ভালো লাগলো। ’

সোমবার (৯ মে) টুইটারে এ পোস্ট করেন তিনি। সূত্র: এনডিটিভি

জানা গেছে, কয়েকদিন আগেই টুইটার কিনেছেন মাস্ক। তবে হঠাৎ কেন তার কণ্ঠে এমন সুর, সেই কারণ খুঁজতে গিয়ে অনেকেই ধারণা করছেন হয়তো রাশিয়ার কাছ থেকে হুমকি পেয়েছেন মাস্ক। কারণ তিনি ইউক্রেনের পক্ষ নিয়ে তার কোম্পানি স্পেস এক্সের দুটি স্যাটেলাইটের মাধ্যমে সে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু রেখেছেন।

অবশ্য টুইটার ব্যবহারকারী অনেকেই মৃত্যু নিয়ে তার এমন পোস্টকে নিছক রসিকতা হিসেবেই দেখছেন।


মাস্কের করা টুইট

নিজের রহস্যজনক মৃত্যু বিষয়ক টুইট করার আগে টুইটারে আরও একটি পোস্ট দেন ইলন মাস্ক, যেখানে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সহযোগিতা করার ব্যাপারে কথা বলেছেন তিনি। শেয়ার করেছেন রুশ ভাষায় লেখা একটি পোস্ট। ওই পোস্টে বলা হয়- ‘ইলন, আপনি যতই বোকা সাজুন না কেন, এ জন্য (ইউক্রেনকে সহযোগিতা) আপনাকে জবাবদিহি করতে হবে। ’

এর আগে একটি সূত্র দাবি করে, মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন ইউক্রেনে যেসব সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে, তার সঙ্গে ইলন মাস্ক জড়িত।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মে ০৯, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।