ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মারিওপোলে রুশ বিজয় দিবস উদযাপন করলেন বিচ্ছিন্নতাবাদী নেতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, মে ৯, ২০২২
মারিওপোলে রুশ বিজয় দিবস উদযাপন করলেন বিচ্ছিন্নতাবাদী নেতা

পূর্ব ইউক্রেনের মস্কো-সমর্থিত, স্ব-ঘোষিত ডোনেস্ক পিপলস রিপাবলিকের নেতা দক্ষিণ-পূর্ব শহর মারিওপোলে বিজয় দিবস উদযাপনে অংশ নিয়েছেন।

দেনিস পুশিলিন নামের ওই নেতাকে ‘হররেহ!’ বলে চিৎকার করতেও দেখা গেছে।

টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয়ের প্রতীক সেন্ট জর্জের রিবন বহন করছেন।

পুশিলিনকে জেড অক্ষর সমন্বিত একটি জ্যাকেট পরতে দেখা গেছে, যা ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিশেষ একটি প্রতীক হয়ে উঠেছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে এ খবর জানিয়েছেন মনসুর মিরোভালেভ। খবর আল জাজিরা।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মে ০৯, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।