ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পিরামিড দেখতে গিয়ে হয়রানির শিকার ২ নারী, আটক ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, মে ১০, ২০২২
পিরামিড দেখতে গিয়ে হয়রানির শিকার ২ নারী, আটক ১৩

মিশরের কায়রোর গিজার পিরামিডে দুই বিদেশি নারী পর্যটককে উত্ত্যক্ত করার অভিযোগে ১৩ কিশোরকে আটক করা হয়েছে। আটক ওই ১৩ কিশোর এখন পুলিশের হেফাজতে আছে।

দেশটির পাবলিক প্রসিকিউটর তাদের আটকের এ নির্দেশ দেন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত চলছে।

রোববার (৯ মে) এ খবর দিয়েছে সংবাদমাধ্যম জিওনিউজ

ওই নারী বিদেশি পর্যটকদের উত্ত্যক্ত করার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়- আটক কিশোররা ওই নারীদের পিছু নিয়ে তাদের নানাভাবে হয়রানি করছে। কয়েকবার ওই নারীরা কিশোরদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা পিছু নেওয়া ছাড়েনি।

পর্যটক গাইডাদের মধ্যে একজন ওই ভিডিও করেন এবং তিনি অভিযোগ করেন- অভিযুক্ত কিশোররা নারী পর্যটকদের শারীরিকভাবেও লাঞ্ছিত করে।  

এদিকে প্রধান প্রসিকিউটর অফিস জানিয়েছে, কিশোররা এমন অভিযোগ অস্বীকার করেছে। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তবে বিচারের জন্য তাদের কিশোর আদালতে পাঠানো হবে। অভিযুক্ত ওই কিশোরদের বয়স ১৩ থেকে ১৫ বছর।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, মে ১০, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad