ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ১১৩ জন যাত্রী নিয়ে প্লেনে আগুন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, মে ১২, ২০২২
চীনে ১১৩ জন যাত্রী নিয়ে প্লেনে আগুন 

চীনে রানওয়েতে ছিটকে পড়ে একটি প্লেনে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১২ মে) দেশটির চংকিং বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।

প্লেনে ১১৩ যাত্রী এবং ৯ ক্রু ছিলেন। খবর চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিপলস ডেইলির।

যাত্রী নিয়ে আকাশে ওড়ার আগেই রানওয়েতে পিছলে গেল একটি প্লেন। প্রায় সঙ্গেসঙ্গেই তাতে আগুনও ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।  
বৃহস্পতিবার চীনের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী নিয়ে আকাশে ওড়ার মুহূর্তেই ঘটে দুর্ঘটনাটি। চাকা পিছলে রানওয়ে ছেড়ে এগিয়ে যায় এটি।

এই ঘটনায় প্লেনের যাত্রীদের কয়েকজন সামান্য আহত হয়েছেন। সবাই দুর্ঘটনাগ্রস্ত প্লেনটি থেকে নিরাপদেই বেঁচে ফিরেছেন তারা।

রানওয়ে ধরে ছোটার সময় হঠাৎ পিছলে যায় প্লেনের চাকা। তাতেই প্রবল গতিতে এগতে থাকা প্লেনটি রানওয়ে ছাড়িয়ে অনেকটা এগিয়ে যায়। যাত্রী নিয়ে শেষ পর্যন্ত আর উড়তে পারেনি প্লেনটি।

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রানওয়েতেই প্লেনটিতে আগুন লেগে যায়। বিমানের সামনে দিকে আগুন লাগে। তারপর তা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে প্লেনের পেছন দিকেও।  

দুর্ঘটনাগ্রস্তপ্লেনটি একটি তিব্বতী বিমান সংস্থার।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, মে ১২, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।