ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, দুই পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, মে ১৩, ২০২২
ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের ছত্তিসগড়ের রায়পুরের একটি বিমানবন্দরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দু’জন পাইলটের মৃত্যু হয়েছে। নিহত ওই দু’জন পাইলটের নাম ক্যাপ্টেন গোপাল কৃষ্ণ পান্ডে এবং ক্যাপ্টেন এপি শ্রীবাস্তব।

এ তথ্য নিশ্চিত করেছে ভারতের পুলিশ।

বৃহস্পতিবার (১২ মে) রাত ৯টা ১০ মিনিটে স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে এ ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি অবতরণের চেষ্টা করলে তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দু্ই পাইলট। হেলিকপ্টারে আর কেউ ছিল না। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারিগরি ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় সঠিক কারণ খুঁজে বের করার জন্য ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) এবং ছত্তিশগড় সরকারের পক্ষ থেকে তদন্ত করা হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, মে ১৩, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।