ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ফ্রান্সের সমর্থন

শিগগিরই ন্যাটো সদস্যপদ পাচ্ছে ফিনল্যান্ড-সুইডেন, হুমকি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, মে ১৩, ২০২২
শিগগিরই ন্যাটো সদস্যপদ পাচ্ছে ফিনল্যান্ড-সুইডেন, হুমকি রাশিয়ার

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তাদের দেশকে অবিলম্বে সদস্যপদ দেওয়ার জন্য ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছেন। ইউক্রেনে রুশ আগ্রাসনের পর ন্যাটো সদস্যপদের প্রতি ফিনল্যান্ডে জনসমর্থন বৃদ্ধির প্রেক্ষিতে এই আহ্বান জানিয়েছেন তারা।

খবর বিবিসি

এদিকে রাশিয়া বলেছে যে তারা তার প্রতিবেশী ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের পদক্ষেপের জন্য ‘প্রতিশোধমূলক পদক্ষেপ’ নিতে বাধ্য হবে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপ দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি উত্তর ইউরোপের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার ১৩০০-কিমি (৮১০ মাইল) সীমান্ত রয়েছে।

দেশটির সংসদ এবং সিনিয়র রাজনৈতিক নেতারা ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি অনুমোদন করলে আগামী রোববার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করবে ফিনল্যান্ড।

একই দিনে একই ধরনের সিদ্ধান্ত ঘোষণা করবে বলে জানিয়েছে সুইডেনও।

এদিকে ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন যে তিনি আশা করছেন সুইডেন এবং ফিনল্যান্ডের সদস্যপদ দেওয়ার প্রক্রিয়া ‘বেশ দ্রুত’ হবে।

আর হোয়াইট হাউস বলেছে যে তারা (সুইডেন ও ফিনল্যান্ড) আবেদন করলে যুক্তরাষ্ট্র উভয় দেশকে সমর্থন করবে।

এছাড়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার (১২ মে) ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্টোর সঙ্গে আলাপকালে বলেছেন, দেশটির ন্যাটোতে যোগদানের আগ্রহের প্রতি প্যারিসের পূর্ণ সমর্থন রয়েছে। ফরাসি প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদের পক্ষ থেকে দুই নেতার এমন আলাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

অপরদিকে এক রাশিয়া বিবৃতিতে (রুশ ভাষায়) ফিনল্যান্ডের পদক্ষেপকে ‘দেশের পররাষ্ট্র নীতিতে একটি আমূল পরিবর্তন’ বলে বর্ণনা করেছে।

এতে বলা হয়, ‘ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদান রাশিয়ান-ফিনিশ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উত্তর ইউরোপীয় অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। এ থেকে উদ্ভূত তার জাতীয় নিরাপত্তার হুমকি নিরপেক্ষ করার জন্য রাশিয়া সামরিক-প্রযুক্তিগত এবং অন্যান্য প্রকৃতির উভয় ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে বাধ্য হবে। ‘

তবে মস্কো ঠিক কী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে তা নির্দিষ্ট করেনি।

জাতিসংঘে রাশিয়ার উপ-প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি বলেছেন, সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটো সদস্য হলে রাশিয়ার সম্ভাব্য লক্ষ্যবস্তু হয়ে উঠবে, রুশ সংবাদ সংস্থা রিয়া।

এর আগে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসটো এবং প্রধানমন্ত্রী সানা মারিন এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, তারা আগামী কয়েক দিনের মধ্যেই ন্যাটো সদস্যপদ নিয়ে সিদ্ধান্তের আশা করছেন।

এতে বলা হয়, ‘ন্যাটো সদস্যপদ ফিনল্যান্ডের নিরাপত্তা জোরদার করবে। ন্যাটোর সদস্য হিসেবে, ফিনল্যান্ড সমগ্র প্রতিরক্ষা জোটকে শক্তিশালী করবে। ফিনল্যান্ডকে বিলম্ব না করে ন্যাটো সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করতে হবে। ‘

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ১৩ মে, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।