ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রুশ তেল আমদানি বন্ধে ইইউ’র ‘জ্বালানি নিশ্চয়তা’ চায় হাঙ্গেরি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মে ১৪, ২০২২
রুশ তেল আমদানি বন্ধে ইইউ’র  ‘জ্বালানি  নিশ্চয়তা’ চায় হাঙ্গেরি

রাশিয়া থেকে তেল আমদানি বন্ধে হাঙ্গেরি তার নিজস্ব জ্বালানি সরবরাহের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে একটি ‘ব্যয়বহুল নিশ্চয়তা’ দাবি করেছে। এ কারণে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি দ্রুত বন্ধে ইইউর পরিকল্পনা ভেস্তে যেতে পারে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে ইইউর পররাষ্ট্র নীতি প্রধান জোসেপ বোরেল শুক্রবার (১৩ মে) জার্মানিতে জি-৭ মন্ত্রীদের বৈঠকের সময় সাংবাদিকদের বলেন, ‘আমি নিশ্চিত যে আমাদের একটি চুক্তি হবে, আমাদের এই চুক্তির প্রয়োজন এবং আমরা এটি করব।

তিনি আরও বলেন, যদি ইইউ কূটনীতিকরা নির্দিষ্ট সদস্য রাষ্ট্রগুলোর বিরোধিতা কাটিয়ে উঠতে না পারে, তবে সোমবার (১৬ মে) ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাওয়া পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ‘রাজনৈতিক প্রেরণা’ দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ১৪ মে, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।