ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ন্যাটোতে যাওয়ার সিদ্ধান্ত ফিনল্যান্ড-সুইডেনের ‘বড় ভুল’: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, মে ১৬, ২০২২
ন্যাটোতে যাওয়ার সিদ্ধান্ত ফিনল্যান্ড-সুইডেনের ‘বড় ভুল’: রাশিয়া রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচতে ন্যাটোতে যোগ দিতে চায় ফিনল্যান্ড-সুইডেন

পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়ে ফিনল্যান্ড-সুইডেন বড় ভুল করেছে। এর বিরুদ্ধে মস্কো ব্যবস্থা নেবে।

স্থানীয় সময় সোমবার ( ১৬ মে) সংবাদ সম্মেলনে এমনটি বলেন রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।  

সংবাদ সম্মেলনে রিয়াবকভ বলেন, ‘এটি আরেকটি গুরুতর ভুল। এতে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাবে। ’ 

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই পদক্ষেপের ফলে দুই দেশের নিরাপত্তা জোরদার হবে না। মস্কো এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ’  

ফিনল্যান্ড ও সুইডেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা হিসেবে ন্যাটোতে যোগদানের জন্য প্রস্তুত বলে জানিয়েছে।

এর আগে ন্যাটোতে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়ে ফিনল্যান্ডকে সতর্ক করেছিল মস্কো। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের এক হাজার ৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ১৬, ২০২২

ইআর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।