ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

৯ তলার জানালায় ঝুলছিল শিশু, জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারে যুবক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, মে ১৭, ২০২২
৯ তলার জানালায় ঝুলছিল শিশু, জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারে যুবক শিশুকে উদ্ধার করতে জীবনের ঝুঁকি নিলেন এক যুবক

নয় তলার জানালায় ঝুলে থাকা শিশুকে উদ্ধার করতে জীবনের ঝুঁকি নিলেন এক যুবক। এই পুরো ঘটনা ভিডিও করেন তারই প্রতিবেশী।

সেই ভিডিও এখন ভাইরাল। যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।  

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিররের প্রতিবেদনে বলা হয়, বুধবার (১১ মে) কাজাখস্তানের রাজধানী নুর-সুলতানে ঘটে ভয়ংকর ঘটনাটি।

তিন বছরের ওই শিশুর মা ঘর বন্ধ করে গিয়েছিলেন বাজারে কেনাকাটা করতে।   হঠাৎ ওই বহুতলের অন্যরা খেয়াল করেন নয় তলায় মাটি থেকে প্রায় একশ ফুট ওপরে একটি শিশু কাঁচের জানালার রড ধরে ঝুলছে। দৃশ্য দেখে নিচে থাকা পথচারীরা আতঙ্কে চিৎকার শুরু করেন। এসময় সেই শিশুটিকে  বাঁচালেন বছর ৩৭-এর যুবক সাবিত।

সাবিত জানান, তিনি ওইদিন অন্যদিনের মতোই কাজের জন্য বের হন। লোকজনের চেঁচামেচি শুনে দেখেন শিশুটি ওইভাবে ঝুলছে। এরপর আর দেরি করেননি। নিচতলার একটি জানালা বেয়ে শিশুটিকে উদ্ধার করতে নামেন।  

কাজাখস্তানের সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছিল।  তবে তার আগেই সাবিত যেভাবে শিশুটিকে উদ্ধার করেছেন, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ১৭ মে, ২০২২
ইআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad