ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মে ২৭, ২০২২
পশ্চিমারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী  রুশ পররাষ্ট্রমন্ত্রী  সের্গেই লাভরভ

ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর রাশিয়ার ওপর বেশ কয়েকটি নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো। এই নিষেধাজ্ঞা দেওয়ার মাধ্যমে পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী  সের্গেই লাভরভ।

স্থানীয় সময় শুক্রবার( ২৭ মে) তিনি এমন মন্তব্য করেন।  

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বৈঠকে অংশ নিয়ে লাভরভ বলেন, পশ্চিমারা পুরো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। রাশিয়াকে বাতিল করার সংস্কৃতি এবং আমাদের দেশের সাথে যা হচ্ছে তা সব কিছুই অর্থহীন।  

রুশ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, পশ্চিমারা রুশ লেখক, সুরকার এবং অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ওপরেও নিষেধাজ্ঞা দিচ্ছে।  

 তিনি বলেন, আমাদের আটকানোর জন্য ওয়াশিংটন তাদের স্যাটেলাইটগুলোর সক্ষমতা দ্বিগুণ, তিনগুণ, চারগুণ বাড়াচ্ছে।  

 গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া।   হামলা শুরুর পর কয়েক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের বহু শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ২৭ মে, ২০২২
ইআর 

সূত্র: এনডিটিভি
 
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।