ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে ফ্রান্স-জার্মানিকে হুঁশিয়ারি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, মে ২৯, ২০২২
ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে ফ্রান্স-জার্মানিকে হুঁশিয়ারি পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়ানো নিয়ে ফ্রান্স ও জার্মানির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসকে সতর্ক করে দিয়ে পুতিন বলেছেন, এটি ইউক্রেনকে আরও অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে।

ইউরোপের এই দুই দেশের দুই শীর্ষ নেতার সঙ্গে ফোনালাপে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন রুশ প্রেসিডেন্ট।  

রোববার (২৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।  

জার্মানির চ্যান্সেলরের অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮০ মিনিট ধরে এই তিন নেতাদের মধ্যে ফোনালাপ হয়।  

ফোনালাপে পুতিন বলেন, বিশ্ববাজারে শস্য সরবরাহে সমস্যাগুলো পশ্চিমা দেশগুলোর ভ্রান্ত অর্থনৈতিক নীতির ফল।  

ম্যাক্রোঁ ও শলৎসকে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন,   কৃষ্ণ সাগর বন্দর থেকে ইউক্রেনীয় শস্যসহ সব শস্যের রপ্তানি নিরবচ্ছিন্ন  রাখার জন্য সহায়তা করতে প্রস্তুত রাশিয়া।  

ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে এই দুটি দেশ থেকে  সার, গম ও অন্যান্য পণ্য সরবরাহ  ব্যাহত  হচ্ছে। এতে বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দিতে পারে বলে শঙ্কা করছেন বিশ্লেষকেরা।  
 
রাশিয়া এবং ইউক্রেন  বিশ্বব্যাপী মোট গম রপ্তানির ৩০ শতাংশ উৎপাদন করে।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ২৯ মে, ২০২২
ইআর   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।