ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১০৫ ঘণ্টায় ৭৫ কি.মি. রাস্তা বানিয়ে গিনেস বুকে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জুন ৮, ২০২২
১০৫ ঘণ্টায় ৭৫ কি.মি. রাস্তা বানিয়ে গিনেস বুকে ভারত

১০৫ ঘণ্টা ৩৩ মিনিট। সাড়ে চার দিনেরও কম সময়।

কিন্তু এই সময়ের মধ্যেই ৭৫ কিলোমিটার রাস্তা বানিয়ে গিনেস বুকে জায়গা করে নিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া।

ভরতের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ী এ খবর জানিয়েছেন।

দেশটির মহারাষ্ট্রের আকোলা ও অমরাবতী জেলার মাঝখানে ওই সড়ক নির্মাণ করা হয়েছে। এই দীর্ঘ পথ তৈরি করতে নির্দিষ্টভাবে ১০৫ ঘণ্টা ৩৩ মিনিট সময় লেগেছে বলে উল্লেখ করেছেন নিতিন।

রাস্তাটি দুটি লেনের একটি পূর্ণাঙ্গ রাস্তার একাংশ। এই রাস্তা তৈরি করতে অত্যাধুনিক যন্ত্রের সহায্য নেওয়া হয়েছে। নির্মাণের দায়িত্বে ছিল রাজপথ ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড এবং জগদীশ কদম। সংস্থা দু’টির পাশাপাশি এনএইচএআই আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী।

সূত্র: আনন্দবাজার

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জুন ০৮, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।