ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে বৈধ হলো গাঁজা উৎপাদন ও বিক্রি 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুন ৯, ২০২২
থাইল্যান্ডে বৈধ হলো গাঁজা উৎপাদন ও বিক্রি  গাঁজার তৈরি কেক

থাইল্যান্ডের বাসিন্দারা এখন থেকে বাড়িতে গাঁজা চাষ করতে পারবেন এবং সেটি বিক্রিও করতে পারবেন বাজারে। কারণ গাঁজা উৎপাদন ও বিক্রি বৈধ করেছে থাই সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।  

বিবিসির প্রতিবেদনে বলা হয়,  দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে গাঁজা উৎপাদন ও বিক্রিকে বৈধতা দিল থাইল্যান্ড। তবে দেশটিতে এখনো বিনোদনের জন্য গাঁজা ব্যবহার নিষিদ্ধ রয়েছে।  
 
থাই সরকারের প্রত্যাশা এমন সিদ্ধান্তে স্থানীয় গাঁজার বাজার রমরমা হবে। সাথে কৃষি ক্ষেত্র ও পর্যটন ব্যবসাও হবে চাঙা।  

স্থানীয় বাসিন্দাদের গাঁজা চাষে উৎসাহী করতে এক কোটি বীজ বিনামূল্যে সরবরাহ করার সিদ্ধান্তও নিয়েছে থাই সরকার।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, রাজ্য ও জনগণের জন্য গাঁজা থেকে আয় করার এটা বড় সুযোগ।  

গত মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে চার্নভিরাকুল বলেন , গাঁজা আয় উপার্জনের জন্য জনগণ এবং রাজ্যের জন্য একটি সুযোগ।

বৃহস্পতিবার কার্যকর হওয়া এই নিয়ম অনুযায়ী, নিবন্ধন করা গৃহস্থরা সর্বোচ্চ ছয়টি টবে গাঁজা গাছ লাগাতে পারবেন। আর কোনো কোম্পানি চাইলে অনুমতি নিয়ে গাঁজার বাগানও করতে পারবেন।

এ ছাড়া গাঁজা দিয়ে বানানো নানা পদের খাবার ও পানীয় অর্ডার করা যাবে রেস্তোরাঁয়।  

সূত্র: বিবিসি 

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জুন ০৯,২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।