ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাগরতলে ‘সোনাভর্তি’ জাহাজের কাছে আরও দুই জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুন ১০, ২০২২
সাগরতলে ‘সোনাভর্তি’ জাহাজের কাছে আরও দুই জাহাজ সোনাভর্তি জাহাজের ধ্বংসাবশেষ

১৭০৮ সালের ৮ জুন।  কলম্বিয়ার কার্টেজেনা উপকূলে ধনসম্পদে ভরা একটি স্প্যানিশ জাহাজ সান জোসেতে আক্রমণ চালায় ব্রিটিশ নৌবাহিনী।

ধারণা করা হয়, জাহাজটি যেসব সম্পদ নিয়ে ডুবেছিল তা উদ্ধার করা গেলে বর্তমান মূল্য দাঁড়াবে প্রায় ১৭ বিলিয়ন ডলার। কার্টেজেনা উপকূল থেকেই সম্প্রতি আরও দুটি জাহাজ আবিষ্কার করা হয়েছে। তবে এরমধ্যে বিপুল পরিমাণ ধনসম্পদ ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।  

মার্কিন ম্যাগাজিন নিউজউইকের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।  

২০১৫ সালে কলম্বিয়ার সরকার আনুষ্ঠানিকভাবে সান জোসে জাহাজটির অনুসন্ধান করার ঘোষণা দেন।

কলম্বিয়ার নৌবাহিনী সান জোসের কাছাকাছি আরও দুটি জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছে। যেগুলো ২০০ বছর আগে কলম্বিয়া-স্পেনের মধ্যকার যুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে।  

কলম্বিয়ার নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল গ্যাব্রিয়েল পেরেজ বলেছেন, আমরা আরও দুটি জাহাজ আবিষ্কার করেছি। আমরা এখানে আরও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পেতে পারি।   

সূত্র: নিউজউইক 

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জুন ১০,২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।