ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বাসে রকেট হামলায় ১১ সেনাসহ নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জুন ২০, ২০২২
সিরিয়ায় বাসে রকেট হামলায় ১১ সেনাসহ নিহত ১৩ সিরিয়ায় বাসে রকেট হামলা

সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় শহর রাক্কায় একটি বাসে রকেট হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ সেনাসদস্যসহ দুজন বেসামরিক ব্যক্তি রয়েছেন।

 আহত হয়েছেন আরও তিনজন সেনা সদস্য।  

স্থানীয় সময় সোমবার( ২০ জুন) সকালে এ হামলার ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা এসএএনএর প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে রাক্কার জাবাল আল-বিশরি এলাকায় বেসামরিক ট্রানজিট বাসে হামলা চালানো হয়। এটি ছিল অতর্কিত হামলা।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে সিরিয়ার নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কোনো একটি বা একাধিক স্লিপার সেল (বিশেষ হামলাকারী বাহিনী) এই হামলার জন্য দায়ী।  

সূত্র: রয়টার্স 

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ২০, ২০২২
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।