ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জুন ২৩, ২০২২
যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬ প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন।  স্থানীয় সময় বুধবার (২২ জুন) বিকেলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

  

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,  বেল ইউএইচ-১বি নামের হেলিকপ্টারটি লোগান কাউন্টি বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে থাকা যাত্রীদের মধ্যে ৬ জন নিহত হয়। তাদের পরিচয় এখনও জানা যায়নি। হেলিকপ্টারটি পর্যটকদের জন্য ব্যবহার করা হতো।  
 
এ ব্যাপারে লোগান কাউন্টি অফিস অব ইমার্জেন্সি ম্যানেজমেন্টের অপারেশন চিফ রে ব্রায়ান্ট বলেন, ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের লোগান কাউন্টির বিমানবন্দরভিত্তিক এই হেলিকপ্টারটি স্টেট রুট ১৭ হাইওয়েতে বিধ্বস্ত হয় এবং উদ্ধারকারী কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেটিতে আগুন ধরে যায়।

সূত্র: রয়টার্স

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুন ২৩, ২০২২
ইআর 
  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।