ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নরওয়েতে সমকামী নাইটক্লাবে বন্দুক হামলায় নিহত ২, আহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, জুন ২৫, ২০২২
নরওয়েতে সমকামী নাইটক্লাবে বন্দুক হামলায় নিহত ২, আহত ১৪ নরওয়েতে সমকামী নাইটক্লাবে বন্দুক হামলা

নরওয়ের রাজধানী ওসলোর একটি সমকামী নাইটক্লাবে গোলাগুলির ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন।

নরওয়ে পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে।  

পুলিশের মুখপাত্র তোরে বারস্টাড স্থানীয় সংবাদপত্র আফটেনপোস্টেনকে বলেন, লন্ডন পাব সমকামী ক্লাবে হামলাটি চালানো হয়। হামলার পরপরই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।  

লন্ডন পাব ওসলোর একটি জনপ্রিয় সমকামী নাইটক্লাব।  

পুলিশ জানিয়েছে, আহত ১৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

নরওয়ের মার্কিন সম্প্রচারমাধ্যম এনআরকে-এর সাংবাদিক ওলাভ রোয়েনবার্গ বলেন,  আমি একজন ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে আসতে দেখেছি।  সেই বন্দুক দিয়ে হামলা শুরু করেন।

কি কারণে এ হামলা চালানো হয়েছে তা এখনো জানা যায়নি।

সূত্র: এনডিটিভি 

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, জুন ২৫, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।