ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্পেনের মেলিলা ছিটমহলে অনুপ্রবেশকালে ১৮ অভিবাসীর মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জুন ২৫, ২০২২
স্পেনের মেলিলা ছিটমহলে অনুপ্রবেশকালে ১৮ অভিবাসীর মৃত্যু  স্পেনের মেলিলা ছিটমহলে অনুপ্রবেশকালে হতাহতের ঘটনা ঘটেছে

উত্তর আফ্রিকায় স্পেনের ছিটমহল মেলিলায় অনুপ্রবেশের চেষ্টাকালে ১৮ অভিবাসী মারা গেছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।

 

মরক্কোর কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বহু মানুষ এক সঙ্গে প্রবেশের চেষ্টা করলে এসব হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশ কয়েক জন সীমান্ত বেড়ার উপর থেকে পড়ে মারা গেছেন।

স্থানীয় সময় শুক্রবার সকালে এ ঘটনার পর বেশ কয়েক জন নিরাপত্তা কর্মকর্তা ও অভিবাসীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এর আগে মার্চে স্পেন ও মরক্কো কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করার পর এবারই প্রথমবার অনেক অভিবাসী একসঙ্গে মেলিলায় অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে।  

উল্লেখ্য, মেলিলা এবং সেউটা আফ্রিকার স্প্যানিশ ছিটমহল।  সাম্প্রতিক বছরগুলোতে বেশিরভাগ সাব-সাহারান অভিবাসীরা এই পথ দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন ।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, জুন ২৫, ২০২২
ইআর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।