ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মারিউপোলের এক বাড়িতেই মিলল শতাধিক মরদেহ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জুন ২৭, ২০২২
মারিউপোলের এক বাড়িতেই মিলল শতাধিক মরদেহ  মারিউপোলের এক বাড়িতেই মিলল শতাধিক মরদেহ 

রাশিয়ার দখলকৃত ইউক্রেনের মারিউপোল শহরের একটি বাড়ি থেকে শতাধিক মরদেহ পাওয়া গেছে। শহরটির মেয়রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে  মারিউপোল শহরের মেয়র পিওতর আন্দ্রিউশচেঙ্কো বলেন, লিওবেরেজনি জেলার একটি ভবন থেকে ১০০ জনের বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি যুদ্ধবিমান থেকে ফেলা বোমার আঘাতে বাড়িটি বিধ্বস্ত হয়। মরদেহগুলো ধ্বংস্তূপের নিচে রয়েছে। দখলদারীদের এই মরদেহ উদ্ধার ও শেষকৃত্য করার পরিকল্পনা নেই।  

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। গত এপ্রিলের মাঝামাঝি সময়ে মারিউপোল দখলে নেয় রুশ বাহিনী।  

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ২৭ জুন, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।