ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে বন্যায় ২১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
ইরানে বন্যায় ২১ জনের মৃত্যু ইরানে বন্যায় নিহত ২১

ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও তিনজন নিখোঁজ রয়েছেন।

কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।  

শনিবার (২৩ জুলাই) রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা বন্যায় মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেন।  

তারা জানিয়েছেন, প্রাদেশিক রাজধানী শিরাজ থেকে ১৭৪ কিলোমিটার পূর্বের ইস্তাহবান শহরে জরুরি বিভাগের ১৫০ কর্মী সেখানে কাজ করছেন।

ইস্তাহবানের মেয়র ইউসেফ কারগারের বরাত দিয়ে  রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, শুক্রবার ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়।

 সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকটি গাড়ি পানিতে আটকে পড়েছে। সেখান থেকে শিশুদের উদ্ধারের চেষ্টা করছেন তাদের মা-বাবা।  

 ফার্স প্রদেশে সংকট ব্যবস্থা বিভাগের প্রধান খলিল আবদুল্লাহি রয়টার্সকে জানিয়েছেন, বন্যাকবলিত এলাকা থেকে কমপক্ষে ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে।

 গত এক দশকে বারবার খরার মুখে পড়েছে ইরান। একই সঙ্গে কয়েক বছর ধরে সেখানে নিয়মিত আকস্মিক বন্যা পরিস্থিতিও তৈরি হচ্ছে।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময় : ২০০১ ঘণ্টা, ২৩ জুলাই, ২০২২
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।