ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধের ছায়াতলে জাতিসংঘের ৭৭তম সাধারণ পরিষদের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
যুদ্ধের ছায়াতলে জাতিসংঘের ৭৭তম সাধারণ পরিষদের উদ্বোধন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও নানা সমস্যার মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধন করলেন সংস্থাটির প্রধান আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) তিনি অধিবেশন শুরুর ঘোষণা দেন।

ইতোমধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে উপস্থিত হচ্ছেন বিশ্ব নেতারা।

আল জাজিরার খবরে বলা হয়েছে, করোনা মহামারির শুরু হওয়ার পর গত তিন বছরে প্রথমবারের মতো জাতিসংঘের বার্ষিক শীর্ষ সম্মেলন নিজ স্থানে ফিরে গেছে। জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস তার উদ্বোধনী বক্তব্যে ক্রমবর্ধমান মূল্য, এ গ্রহের উষ্ণতা ও মারাত্মক দ্বন্দ্ব থেকে ‘বৈশ্বিক অসন্তোষের শীত’ আসছে বলে সতর্ক করে দেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম বড় সংঘাতের ছায়াতলে বিশ্ব নেতাদের ৭৭তম সাধারণ পরিষদের সভা আহ্বান করা হয়। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ বিশ্বব্যাপী খাদ্য সংকটের সূচনা করেছে। স্নায়ুযুদ্ধের পর এমন পরিস্থিতি আর কখনও দেখা যায়নি। এবারের যুদ্ধ প্রধান শক্তিধর দেশগুলোর মধ্যে ফাটল সৃষ্টি করেছে।

৭৭তম সাধারণ পরিষদের যা প্রাধান্য পাবে-
যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সদর দফতরে মঙ্গলবার থেকে শুরু হওয়া অধিবেশনে ইউক্রেনের যুদ্ধ, জলবায়ু পরিবর্তন ও পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে বলে জানিয়েছে আল জাজিরা

এ বছরের ইউএনজিএ’র থিম হলো- ‘একটি যুগান্তকারী মুহূর্ত: জটিল চ্যালেঞ্জ সমূহের রূপান্তরমূলক সমাধান’। জাতিসংঘ মনে করে, এটি জটিল ও আন্তঃসংযুক্ত পরিস্থিতিতে পড়ে থাকা বিশ্বকে সংকট থেকে টেনে তোলার স্বীকৃতি থেকে উদ্ভূত।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এবারের সমাবেশটি ‘বড় বিপদের সময়’ হচ্ছে; যেখানে বিশ্ব যুদ্ধে, জলবায়ু বিশৃঙ্খলায়, ঘৃণা দ্বারা ক্ষতবিক্ষত ও দারিদ্র্য, ক্ষুধা এবং অসমতায় ঘেরা।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।