ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বেঙ্গালুরুতে যানজট এড়াতে হেলিকপ্টার সেবা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
বেঙ্গালুরুতে যানজট এড়াতে হেলিকপ্টার সেবা ছবি: সংগৃহীত

যানজট এড়াতে ভারতের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরে চালু হচ্ছে হেলিকপ্টার সেবা।

বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (এইচএএল) বিমানবন্দরের মধ্যে সেবাটি চালু করার ঘোষণা দিয়েছে ব্লেড ইন্ডিয়া।

সেবাটি চালু হবে আগামী ১০ অক্টোবর থেকে। এ খবর জানিয়েছে জি নিউজ

যে পথ পাড়ি দিতে দুই ঘণ্টার বেশি সময় লেগে যায়, হেলিকপ্টার সেবায় ১২ মিনিটে সে পথ অতিক্রম করা যাবে। টিকিটের মূল্য বাবদ যাত্রীদের গুনতে হবে ৩ হাজার ২৫০ রুপি। বুকিংয়ের জন্য টিকিট ইতোমধ্যে উন্মুক্ত করা হয়েছে।

এ সেবাটি করপোরেট যাত্রীদের জন্য বেশ আকর্ষণীয় হবে। কারণ, এইচএএল বিমানবন্দরটি কোরামঙ্গলা, ইন্দিরানগরের মতো জনপ্রিয় স্থান এবং আইটি পার্কের কাছাকাছি অবস্থিত।

প্রাথমিকভাবে এ রুটে দুটি হেলিকপ্টার চালানো হবে। স্থানীয় সময় সকাল ৯টায় বেঙ্গালুরু থেকে এইচএএল বিনামবন্দরে যাওয়ার হেলিকপ্টারটি ছাড়বে এবং বিকেল ৪টা ১৫ মিনিট নাগাদ সেটি ফেরত আসবে। সেবাটি জনপ্রিয় হলে ধীরে ধীরে হেলিকপ্টারের সংখ্যা বাড়ানো হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।