ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গুজরাটে সহকর্মীর গুলিতে ২ আধাসামরিক জওয়ানের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
গুজরাটে সহকর্মীর গুলিতে ২ আধাসামরিক জওয়ানের মৃত্যু

ভারতের গুজরাটে সহকর্মীর চালানো গুলিতে আধাসামরিক বাহিনীর দুই জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

শনিবার (২৬ নভেম্বর) রাজ্যের পোরবন্দরের কাছে অবস্থিত একটি ক্যাম্পে এ ঘটনা ঘটে।

আগামী মাসে গুজরাটে বিধানসভার ভোট। ভোটে নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যের বিভিন্ন এলাকায় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। তেমনই একটি ক্যাম্পে শনিবার রাতে গুলি চলে।

পুলিশ বলছে, যখন গুলি চালানো হয়, তখন জওয়ানরা কেউই কর্তব্যরত ছিলেন না। কোনো একটি বিষয়কে কেন্দ্র করে জওয়ানদের মধ্যে ঝামেলা হয়। সেই থেকেই গুলি চলে।

পুলিশ জানিয়েছে, পোরবন্দরের কাছে ভোটের জন্য মণিপুরের ইন্ডিয়া রিজার্ভ ব্যাটেলিয়ন থেকে আধাসামরিক বাহিনীর জওয়ানদের নিয়োগ করা হয়েছিল। ঘাতক জওয়ানের নাম কনস্টেবল এস ইনাউচা সিং। একে ৪৭ রাইফেল দিয়ে তিনি সহকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়েন বলে জানা গেছে।

গুলিতে নিহতরা হলেন, থোইবা সিং ও জিতেন্দ্র সিং।

গুলিতে আরও দুই জওয়ান আহত হয়েছেন। তারা হলেন- কনস্টেবল চোরাজিৎ ও রোহিকানা। তাঁদের জামানগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৫, নভেম্বর ২৭, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।