ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পরমাণু শক্তিতে ‘এক নম্বর’ হতে চায় উত্তর কোরিয়া 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
পরমাণু শক্তিতে ‘এক নম্বর’ হতে চায় উত্তর কোরিয়া 

উত্তর কোরিয়া পরমাণু শক্তিতে বিশ্বে শীর্ষস্থান দখল করতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার বিষয়টি জানিয়েছে।

 

সম্প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজন কর্মকর্তাকে তিনি পদোন্নতি দিয়েছেন বলেও গণমাধ্যমটি খবর প্রকাশ করেছে।   

গেল ১৮ নভেম্বর কিম হোয়াসং-১৭ এর পরীক্ষা পর্যবেক্ষণ করেন কিম। এরপরই কর্মকর্তাদের পদন্নোতি দিলেন তিনি।  

উত্তর কোরিয়া হোয়াসং-১৭ কে বলছে তাদের সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম)।  

কর্মকর্তাদের পদোন্নতির আদেশে কিম বলেন, উত্তর কোরিয়ার প্রধান উদ্দেশ্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৌশলগত শক্তি হয়ে ওঠা। এমন পরম শক্তি হয়ে ওঠা, যা এই শতাব্দীতে নজিরবিহীন।

তিনি আরও বলেন, দেশের পারমাণবিক সক্ষমতা বাড়ানো হচ্ছে। এটি রাষ্ট্র ও নাগরিকদের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।  

হোয়াসং-১৭ মিসাইলটিকে কিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন। এটি উত্তর কোরিয়ার সক্ষমতার প্রমাণ দিয়েছে।

কিমকে এক ছবিতে অস্ত্র পরীক্ষায় সংশ্লিষ্ট বিজ্ঞানী, প্রকৌশলী ও সামরিক কর্তাদের সঙ্গে দেখা গেছে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, এসব কর্মীরা দল ও কিমের পরম কর্তৃত্ব রক্ষার অঙ্গীকার করেছেন। একইসঙ্গে তারা শপথ নিয়েছেন, তাদের ক্ষেপণাস্ত্র শুধুমাত্র কিমের নির্দেশিত দিকেই সবলে চলবে।  

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad