ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

শরীয়তপুরে ৩ দিনের ইজতেমা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
শরীয়তপুরে ৩ দিনের ইজতেমা শুরু

শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের ভুচুরা কানার বাজার এলাকায় আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনের ইজতেমা শুরু হয়েছে। আগামী শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জিম্মাদারের দায়িত্বে থাকা নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইজতেমায় দেশীয় জামাতসহ সুদান, ইন্দোনেশিয়া, তিউনেশিয়া ও ইন্ডিয়ার চারটি জামাত এবং একটি বাক প্রতিবন্ধীদের জামাত অংশ নেবে। বিভিন্ন দেশ থেকে আসা তাবলীগের মুরব্বিরা তিন দিনব্যাপী ইজতেমায় গুরুত্বপূর্ণ বয়ান করবেন। এছাড়া ঢাকার কাকরাইল মসজিদ থেকে হজরত মাওলানা মনির বিন ইউসুফ নেতৃত্বে একটি জামাত এসেছেন ইজতেমা পরিচালনার জন্য।  

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন বাংলানিউজকে বলেন, ইজতেমাকে সফল করতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। ইতোমধ্যে ইজতেমায় দুই স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।