ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

ইসলাম

হজের উদ্বৃত্ত টাকা ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩২, অক্টোবর ১২, ২০২৩
হজের উদ্বৃত্ত টাকা ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

ঢাকা: চলতি মৌসুমে শেষ হওয়া হজের উদ্বৃত্ত অর্থ হজযাত্রীদের ব্যাংক হিসাবে সরাসরি অনলাইনে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (১১ অক্টোবর) মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, হজ-২০২৩ এর উদ্বৃত্ত অর্থ সম্মানিত হজযাত্রীদের ব্যাংক হিসাবে (অ্যাকাউন্ট) সরাসরি অনলাইনে পাঠাচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

কোনো নগদ বা বিকাশ অথবা কার্ডের মাধ্যমে দেওয়া হচ্ছে না।  

একটি অসাধু চক্র অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণা করছে বলেও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।