ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

ওমরাহ পালনে যাচ্ছেন ‘কুরআনের নূর-পাওয়ার্ড বাই বসুন্ধরা’র বিজয়ীরা

স্টাফ করেসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
ওমরাহ পালনে যাচ্ছেন ‘কুরআনের নূর-পাওয়ার্ড বাই বসুন্ধরা’র বিজয়ীরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ব্যবসায়ী সমিতির অফিসে সংবাদ সম্মেলন | ছবি: জিএম মুজিবুর

ঢাকা: সম্প্রতি দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ প্রথমবারের মতো আয়োজন করে হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘কুরআনের নূর-পাওয়ার্ড বাই বসুন্ধরা’। এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৮ জন শ্রেষ্ঠ কুরআনের হাফেজকে পুরস্কৃত করা হয়।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বিজয়ীদের প্রতিযোগিতার পুরস্কারের পাশাপাশি তাদের পিতা-মাতাসহ পরিবারের সদস্যদের পবিত্র ওমরাহ পালন করানোর ঘোষণা দেন।

এরই প্রেক্ষিতে শ্রেষ্ঠ এই ৮ হাফেজ তাদের পিতা-মাতাসহ পরিবারের সদস্যদের নিয়ে পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন। তারা ২৫ জনসহ আরও ১০ মুসল্লি মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

সোমবার (১৬ অক্টোবর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ব্যবসায়ী সমিতির অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সভাপতি হাজী মো. ইয়াকুব আলী। এ সময় কমিটির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি গুলজার আহমেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী আন নদভী, সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা।

গুলজার আহমেদ বলেন, এখানে সকলের ভাগ্য ভালো তারা তাদের সন্তানের সাথে ওমরাহ পালনে যাচ্ছেন। আমরা তাদের সাফল্যে আনন্দিত। বাংলাদেশে এত বড় আয়োজন আর কেউ করেনি। এর আগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর সাহেব রমজানে মুসল্লিদের জন্য প্রতিদিন বায়তুল মোকাররমে ইফতারের আয়োজন করেছেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান বলেন, বসুন্ধরা গ্রুপের উদারতা ও মহানুবতার কারণে ‘কুরআনের নূর-পাওয়ার্ড বাই বসুন্ধরা’ বিজয়ী ৮ জন শ্রেষ্ঠ কুরআনের হাফেজ পরিবারসহ ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন। এটা অনেক বড় বিষয়। যারা এ অনুষ্ঠান সফল করার জন্য সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সভাপতি হাজী মো. ইয়াকুব আলী বলেন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের মন অনেক বড়। বসুন্ধরা গ্রুপ যা বলে তা বাস্তবায়ন করে। সারা দেশ থেকে সেরা হাফেজরা তাদের পরিবার নিয়ে ওমরাহ করতে যাচ্ছেন। আগামীবার আন্তর্জাতিক পর্যায়ে এ প্রতিযোগিতা হবে। তখন বিজয়ীর সংখ্যা আরও বাড়ানো হবে।

ওমরা হজের সুযোগ পেয়ে প্রতিযোগিতার বিজয়ী হাফেজ মো. জাকারিয়া বলেন, আমি কখনো ভাবিনি যে, আমার বাবা-মা, পরিবারের সবাইকে নিয়ে ওমরা হজে যেতে পারব। যেটা কখনো স্বপ্নেও ভাবিনি, বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় সেটা আজ সত্যি হচ্ছে। এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি প্রত্যাশা করি, আগামীতে কুরআনের নূর প্রোগ্রামটি আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এইচএমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।