মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় বাবা-মায়ের প্রতি সদ্ব্যবহার, উত্তম আচরণ এবং দোয়া করার পদ্ধতি ও নির্দেশ প্রদান করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন-
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرً
উচ্চারণ: ‘রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা’।
অর্থ: ‘হে আমাদের পালনকর্তা! তাদের উভয়ের প্রতি রহম করুন; যেমনিভাবে তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন’।
পবিত্র কোরআনুল কারিমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন-
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
উচ্চারণ: রাব্বানাগফিরলি ওয়ালে ওয়ালেদাইয়্যা ওয়া লিল মু’মিনিনা ইয়াওমা ইয়া ক্বুমুল হিসাব। (সূরা: ইব্রহিম, আয়াত: ৪১)
অর্থ: ‘হে আমাদের পালনকর্তা! আমাকে, আমার বাবা-মাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন, যেদিন হিসাব কায়েম হবে’।
অতএব, প্রত্যেক সন্তানের উচিত সবসময় বাবা-মায়ের জন্য দোয়া করা। সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাদের নেয়ামত ও সুখ-শান্তি বাড়িয়ে দেন। হাদিসে এসেছে, ‘মানুষের মৃত্যুর পর তার মর্যাদা বৃদ্ধি করা হয়। তখন সে বলে, হে প্রভু! এটা কী জিনিস? তাকে বলা হয়, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে’। (আল-আদাবুল মুফরাদ: ৩৬)
ইয়া আল্লাহ! আমাদের সবাইকে জীবিত মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করার তাওফিক দান করুন। আর মৃত বাবা-মায়ের জন্য ক্ষমা প্রার্থনার তাওফিক দান করুন। তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
জেএইচ