ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

ইসলাম

বাংলাদেশি যুবকদের উদ্যোগে ইতালিতে ওয়াজ মাহফিল 

ইসমাইল হোসেন স্বপন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
বাংলাদেশি যুবকদের উদ্যোগে ইতালিতে ওয়াজ মাহফিল 

ইতালি: ইতালির থিয়েনে প্রবাসী বাংলাদেশি যুবকদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২ নভেম্বর) থিয়েনে বাইতুল মামুর জামে মসজিদ কমিটি ও যুব সম্প্রদায়ের উদ্যোগে এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইতালিতে বেড়ে ওঠা ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে তাদের ইসলামি মূল্যবোধ, ইসলাম সম্পর্কে ধারণা দেওয়া এবং ওয়াজের মাধ্যমে দেশে যেভাবে ইসলাম প্রচার ও প্রসারের ক্ষেত্রে ভূমিকা রাখা হয় তারই আদলে যেন এ দেশের বেড়ে ওঠা ছেলে-মেয়ের ইসলামি পথে চলতে পারে দ্বীন ও ইসলামের জ্ঞান আরোহণ করতে পারে সেই লক্ষ্য নিয়ে প্রতিবছরের মতো ৯ম বছরের আয়োজন ছিল এ ওয়াজ ও দোয়া মাহফিল।

বাংলাদেশের মতো করে বাইরে বিশাল বড় প্যান্ডেল সাজিয়ে এ ওয়াজের আয়োজন করা হয়।

ছোট ছোট কচিকাঁচা বাচ্চাদের পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার মধ্য দিয়ে বাদ আসর অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এবং কোরআন প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মাগরিবের নামাজ শেষে ওয়াজ ও দোয়া মাহফিলের মূল পর্ব শুরু হয়।
বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক কাজী সাত্তার ও অত্র মসজিদের সম্মানিত ইমাম মাওলানা ইসরাফিল সাহেবের যৌথ পরিচালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত সভাপতি সুলতান সরকারের সভাপতিত্বে মাওলানা ইসরাফিল সাহেবের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মানিত অতিথিরা আসন গ্রহণ করেন।  

এর পর বিশেষ বক্তা হিসেবে হাফেজ মাওলানা জুবায়ের সাহেব মূল্যবান বয়ান শুরু করেন।

ওয়াজ দোয়া মাহফিলে দ্বীন ও ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় বক্তারা তাদের আলোচনায় তুলে ধরেন। ওয়াজ ও দোয়া মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তা হিসেবে আরও বয়ান করেন হযরত হাফেজ মাওলানা মুফতি আসাদ ফাহিম, ইসলামিক স্কলার শায়খ ইমরানী (মরক্কো) ইমাম খতিব বেরগামো জামে মসজিদ, ইসলামিক স্কলার শায়খ আদিল (ফিলিস্তিন)।

ওয়াজ মাহফিলের শেষ অংশে প্রধান বক্তা শায়খ ড. মাহমুদুল হাসান যুক্তরাজ্য থেকে আগত যুক্তরাজ্য এনটিভির জীবন জিজ্ঞাসা প্রোগ্রামের আলোচক উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।

নিকটবর্তী কমিউনির মুসল্লিগণের পাশাপাশি আলতে, আরজিনিয়ানো, ভিছেন্সা, এসকিও, মালো, পিউভেনে, লুগো, জুলিয়ানোসহ আশপাশের প্রভিন্স থেকেও মূল্যবান বয়ান শোনার জন্য অনেক মুসল্লিরা উপস্থিত হন।

গুরুত্বপূর্ণ আলোচনা শেষে শায়খ ড. মাহমুদুল হাসান মুসল্লিদের নিয়ে আল্লাহর দরবারে মোনাজাতে প্রবাসের মাটিতে যেন ছেলে সন্তানদের ইসলামি পরিবেশে ইসলামি মূল্যবোধের বিশ্বাসী নেক সন্তান হিসেবে গড়ে তোলা যায় এবং নেক সন্তান হিসেবে আল্লাহ কবুল করেন সেজন্য দোয়া করেন।  

এছাড়াও বিশ্বময় অস্থিরতা নিরসনে এবং ফিলিস্তিন-লেবানন ইয়েমেন নির্যাতিত ভাই-বোনদের জন্য এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে সব অরাজকতা কাটিয়ে আল্লাহ যাতে সবাইকে শান্তির পথে রাখেন শান্তির পথ দেখান সেজন্য মহান রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত করেন। মোনাজাত শেষে উপস্থিত সব মুসল্লিদের জন্যে তবারক ও নৈশভোজের আয়োজন করা হয়।

সবশেষে মসজিদ কমিটি ও থিয়েনে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে মসজিদের সাধারণ সম্পাদক কাজী সাত্তার আগত অতিথি মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একটি সফল ইসলামি অনুষ্ঠান আয়োজনের জন্য যারা নিরলস পরিশ্রম করেছেন থিয়েনে যুব সম্প্রদায়ের সব স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার কাছে দোয়া চান যাতে একটি সুন্দর ইসলামি মূল্যবোধের সুন্দর সমাজ ব্যবস্থা চালু করা যায়। সবার প্রতি পুনরায় কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান মন্তব্য ঘোষণা করেন। মসজিদের সভাপতি ও ওয়াজ দোয়া মাহফিলের সভাপতি করা সুলতান সরকারকে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।