ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

ইসলাম

মুসলিম উম্মাহর শান্তি কামনায় শেষ হলো চন্দ্রপাড়া দরবার শরীফের ওরস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৪:২২ পিএম, জানুয়ারি ১৫, ২০২৫
মুসলিম উম্মাহর শান্তি কামনায় শেষ হলো চন্দ্রপাড়া দরবার শরীফের ওরস

ফরিদপুর: যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে ফরিদপুরের সদরপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফের ওরছ পাক-এ-শাহ্ চন্দ্রপুরী-২০২৫।  

বুধবার (১৫ জানুয়ারি) বাদ ফজর রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মাধ্যমে বাৎসরিক এ ওরছ শেষ হয়।

 

মোনাজাতে দেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়। এদিন কুয়াশা ও শীত উপেক্ষা করে দেশ-বিদেশ থেকে অগণিত ভক্ত, আশেক-জাকের ও ধর্মপ্রাণ মুসল্লিরা মোনাজাতে অংশ নেন।

চন্দ্রপাড়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর জামানার মোজাদ্দেদ হজরত মাওলানা শাহ্ সুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী নক্শবন্দী মোজাদ্দেদী (রহ.) পীর কেবলাজানের বেছালত উপলক্ষে অনুষ্ঠিত ওরসে আগের দিন থেকেই দূরদূরান্ত থেকে ভক্তরা দরবার শরীফে আসতে থাকেন। দরবার শরীফের গদীনশীন পীর মোফাচ্ছেরে কোরআন হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ কামরুজ্জামান নক্শবন্দী মোজাদ্দেদী আল ওয়সী আখেরি মোনাজাত পরিচালনা করেন।

এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাদ জোহর থেকে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, জিকির-আজকার ও শরীয়ত- তরীকত সম্পর্কিত ওয়াজ-মাহফিলের শুভ সূচনা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
আরএ

বাংলাদেশ সময়: ৪:২২ পিএম, জানুয়ারি ১৫, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।