ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইসলাম

সভায় বক্তারা

মাওলানা কাসেমী ছিলেন আলেম সমাজের প্রেরণা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪
মাওলানা কাসেমী ছিলেন আলেম সমাজের প্রেরণা মাওলানা আবদুল্লাহ

ঢাকা: মাওলানা আবদুল্লাহ সন্দ্বীপী কাসেমী ছিলেন আলেম সমাজের প্রেরণা। তার সান্নিধ্যে মিলতো দ্বীন ইসলামের প্রকৃত পথের দিশা।

তিনি ছিলেন অকুতোভয় নবীপ্রেমিক ইসলামী সৈনিক।

শুক্রবার চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদ ফয়জুল উলুম মাদরাসায় আয়োজিত স্মরণ সভায় উলামায়ে কেরাম ও আইম্মাতুল মাসাজিদগণ এসব কথা বলেন ।

বক্তারা আরও বলেন, দ্বীন ইসলাম ও উলামায়ে কেরামের যে কোনো সংকটে রাহবারের ভূমিকা পালন করতেন মাওলানা কাসেমী। তার ইন্তেকালে উলামায়ে কেরাম একজন রাহবারকে হারিয়েছেন।

জাতীয় ইমাম সংসদের সভাপতি হাজি মাওলানা মুহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- জাতীয় খতিব ও ইমাম সংসদের সাধারণ সম্পাদক মাওলানা মনসূরুল হক জিহাদী, সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম পাটওয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা শাব্বীর আহমাদ সন্দ্বীপী, মাওলানা আসিফ হারুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।