কাউকে সালাম প্রদানের উপযুক্ত সময় হলো, দেখা-সাক্ষাতের শুরুতে। কুশল বিনিময়ের প্রাথমিক ধাপ হলো সালাম বিনিময়।
অনেক জায়গায় এটাকে খুব গুরুত্বসহকারে পালনও করা হয়। অনেক জায়গায় এই প্রচলন দেখা যায় যে, বিয়ের খুতবা ও ইজাব-কবুল হওয়ার পর বর দাঁড়িয়ে উপস্থিত সবাইকে সালাম দেয় এবং বিশেষ বিশেষ ব্যক্তির সঙ্গে মুসাফাহা-মুয়ানাকা (কুলাকুলি) করে। যদি সে নিজে না করে তবে কোনো মুরব্বি তাকে ইশারা করে বলে, সবাইকে সালাম দাও।
বস্তুত এটা একটি অযাচিত প্রথা। কারণ, এ বিষয়টি সবার জানা যে, সালাম ও মুসাফাহা করতে হয় সাক্ষাতের শুরুতে। বিদ্যমান অবস্থায় এটা স্পষ্ট যে, বিয়ের অনুষ্ঠান চলাকালে বর তো মজলিসের শুরুতেই উপস্থিত হয়। আর আসার পর সালাম-মুসাফাহাও অবশ্যই করে থাকে। তাহলে আবার দ্বিতীয়বার সালাম-মুসাফাহা কেন?
আসলে এটা অন্যান্য রসম-রেওয়াজের (প্রথা) মতো একটি রসম। এটা সুন্নত নয়, আবার যুক্তিযুক্ত কোনো কাজও নয়। ইজাব-কবুলের পর সুন্নত আমল হচ্ছে, নব দম্পতির জন্য বরকতের দোয়া।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘন্টা, এপ্রিল ০৮, ২০১৫
এমএ